ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

‘সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
‘সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম / ফাইল ফটো

রাজশাহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে, যেমনটি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার রাজনীতি ছিলো মানুষের মুখে হাসি ফোটানোর রাজনীতি।

তিনি আর্থ-সামাজিক উন্নয়নের কাজ করেছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ও আড়ানী পৌরসভার বিভিন্ন গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ কর্মসূচির আওতায় আড়ানী ইউনিয়ন ও আড়ানী পৌরসভার যোথরঘু, চকরপাড়া, শাহাপুর, দিয়াড়পাড়াসহ বেশ কয়েকটি গ্রামে ১৫০টি আবাসিক ও সামাজিক প্রতিষ্ঠানে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়।

এতে ২৪লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে শূন্য দশমিক ৯৭ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ এবং ৮টি ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাঘা-চারখাটে ৮০ ভাগ পরিবারের কাছে  বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়েছে এবং ২০১৯ সালের মধ্যে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশে আজ বিদ্যুতের কোনো ঘাটতি নেই এবং লোডশেডিং বন্ধ হয়েছে। বর্তমান সরকার দেশের ১৬ কোটি মানুষের উন্নয়নের লক্ষে কাজ করছে। আওয়ামী লীগ সরকারের অক্লান্ত পরিশ্রমের ফলে দেশের তৃণমূল পর্যায়ে বিভিন্ন সেক্টরে উন্নয়ন সাধিত হয়েছে।

তিনি উল্লেখ করে বলেন, গত সরকারের সেই তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ থেকে বর্তমান সরকার ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুষ্ঠু পরিকল্পনায় মুক্তিযোদ্ধাভাতা, বয়স্কভাতা, বিধবাভাতা ও  প্রতিবন্ধীভাতা বৃদ্ধি করা হয়েছে। এ সরকার তা অব্যাহত রাখবে। একটা সময় বাংলাদেশে কোনো ভিক্ষুক থাকবে না।

আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী।
আরও উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী, চারঘাট জোনাল অফিসের ডিজিএম আব্দুল কাদের ও বাঘা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসএস/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।