ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ভারতীয় মূর্তিসহ ছয় লাখ টাকার মালামাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
সাতক্ষীরায় ভারতীয় মূর্তিসহ ছয় লাখ টাকার মালামাল জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মূর্তিসহ ছয় লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সাতক্ষীরা ৩৮ বিজিবি পক্ষ থেকে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, কলারোয়া উপজেলার চান্দুরিয়া বিওপির নায়েব সুবেদার মহসীন হোসেনের নেতৃত্বে একটি টহল দল সীমান্তবর্তী ডারকী গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় আঙ্গুর ফল, চা পাতা এবং শাড়িসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল জব্দ করে। এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

এদিকে ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনে তল্লাশী চালিয়ে এক বাংলাদেশি নাগরিকের কাছে থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় মদ ও মূর্তিসহ প্রায় ১ লাখ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, ফৈব্রুয়ারি ২৫, ২০১৬
ওএইচ/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।