সাতক্ষীরা: সাতক্ষীরার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মূর্তিসহ ছয় লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সাতক্ষীরা ৩৮ বিজিবি পক্ষ থেকে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কলারোয়া উপজেলার চান্দুরিয়া বিওপির নায়েব সুবেদার মহসীন হোসেনের নেতৃত্বে একটি টহল দল সীমান্তবর্তী ডারকী গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় আঙ্গুর ফল, চা পাতা এবং শাড়িসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল জব্দ করে। এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
এদিকে ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনে তল্লাশী চালিয়ে এক বাংলাদেশি নাগরিকের কাছে থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় মদ ও মূর্তিসহ প্রায় ১ লাখ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা।
বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, ফৈব্রুয়ারি ২৫, ২০১৬
ওএইচ/