নেত্রকোনা: নেত্রকোনার-কেন্দুয়া সড়কের বাহিরউড়া এলাকায় লড়ি উল্টে খায়রুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।
নিহত যুবক সদর উপজেলার বাংলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের সালাম ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বাংলানিউজকে এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
ওএইচ/