ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় লড়ি উল্টে নিহত ১, শিশুসহ আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
নেত্রকোনায় লড়ি উল্টে নিহত ১, শিশুসহ আহত ২৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনার-কেন্দুয়া সড়কের বাহিরউড়া এলাকায় লড়ি উল্টে খায়রুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।



নিহত যুবক সদর উপজেলার বাংলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের সালাম ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বাংলানিউজকে এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।