কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ের কোরপাই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বসতঘর পুড়ে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি ) রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
স্থানীয়রা জানান, এ অগ্নিকাণ্ডে নগদ এক লাখ টাকা, তিনটি ঘরের আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আসাদ উজ জামান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
ওএইচ/