ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডায় মো. শামীম (৩৫) নামে এক পোশাক ব্যবসায়ীকে পিটিয়ে মেরে ফেলেছে তারই ব্যবসায়িক পার্টনার। এমনটিই অভিযোগ জানিয়েছে নিহতের পরিবার।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে বাড্ডার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামীম বরগুনার আমতলি এলাকার সামছু মিয়ার ছেলে। তিনি বাড্ডার সাতারপুল রোডের রহমত উল্লাহ গার্মেন্টস সংলগ্ন আশরাফ উদ্দিনের বাড়িতে থাকতেন।
শামীমের ভাগ্নি কাকলি জানান, বৃহস্পতিবার রাতে তার মামা শামীম বাড্ডার নতুনবাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তার পথরোধ করে তাকে বেধরক পেটায় তারই ব্যবসায়িক পার্টনার মিজান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়। এ সময় তার অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাকলি বলেন, শামীম ব্যবসার খাতিরে মিজানের কাছ থেকে বেশকিছু টাকা পেতেন। এরই পরিপ্রেক্ষিতে তাকে মারধর করে মিজান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, নিহতের মরদেহ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আরএইচএস