সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় নুরুল ইসলাম (২৬) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, রামাচর এলাকায় বাইসাইকেল নিয়ে মহাসড়ক পারাপারের সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রাক নুরুল ইসলামকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুত্বর অবস্থায় প্রথমে সিরাজগঞ্জে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেয়ার পথে রাত নয়টার দিকে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
ওএইচ/