সাভার (ঢাকা): সাভারে তিন স্কুলশিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন- জামসিং এলাকার শুকুরজান জিন্নত আলী হাইস্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাগর, রাকিব ও দশম শ্রেণীর শিক্ষার্থী আলামিন।
আহত শিক্ষার্থীরা জানান, রাতে তারা জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা কিছু বুঝে ওঠার আগেই তাদের তিন জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা একটি প্রাইভেটকারে উঠে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত তিন শিক্ষার্থীর মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু সাঈদ আল মামুন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আরএম