ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

সিলেট: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র কাজী হাবিব হত্যা মামলার এজাহারভ‍ুক্ত অন্যতম আসামি নাহিদ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে মৌলভীবাজার সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



গ্রেফতার নাহিদ হাসান সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমবিএ-এর ছাত্র। তিনি নগরীর সুবিদবাজার লন্ডনী রোডের ২/২ বাসার দুলাল হোসেনের ছেলে ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মোশাররফ হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারে অভিযান চালিয়ে নাহিদ হাসানকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ১৯ জানুয়ারি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমান খুন হন। ছাত্রলীগের অন্তর্কোন্দলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই খুন হন তিনি।

এ ঘটনার পরের দিন হাবিবের বড় ভাই বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন।

মামলার বাকি আসামিরা হলেন- ছাত্রলীগ নেতা হোসাইন মোহাম্মদ সাগর, ইলিয়াছ আহমদ পুনম, ইমরান খান, সুবায়ের আহমদ সুহেল, ময়নুল ইসলাম রুমেল, তুহিন আহমদ, আওয়াল আহমদ সোহান, আশিক, সায়মন ও নয়ন।

এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ১৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে আরও ১১ জনকে সাময়িক বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
এনইউ/এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।