ঢাকা: অবিলম্বে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। একই সঙ্গে পঞ্চগড়ের দেবীগঞ্জের গৌরীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন তারা।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- সংগঠনের মহাসচিব প্রভাষক আনন্দ কুমার বিশ্বাস, প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়, নির্বাহী মহাসচিব ও মুষপাত্র পলাশ কান্তি দে প্রমুখ।
নেতারা বলেন, আমরা বর্তমান সরকারের কাছে আশা ও দাবি করেছিলাম একটি সংখ্যালঘু কমিশন গঠনের। কিন্তু সরকার এ ব্যাপারে এখনও নিশ্চুপ। আমরা মনে করি, সরকার যদি এ কমিশন গঠন করতো, তাহলে আজ এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার পাওয়া যেতো। তাই সংখ্যালঘু কমিশন গঠন এখন সময়ের দাবি।
তারা বলেন, যেভাবে পঞ্চগড়ে মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বরকে গলা কেটে হত্যা করা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। আমরা তার বিচারের দাবি জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসকেএস/এএটি/এমএ