ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শিশু নির্যাতনকারীকে দ্রুত বিচার আইনে শাস্তির দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
শিশু নির্যাতনকারীকে দ্রুত বিচার আইনে শাস্তির দাবি ছবি: শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিশু নির্যাতনকারীকে দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি প্রদান এবং ধর্মীয় চেতনাকে শিক্ষার সর্বস্তরে সিলেবাসভুক্তির দাবি জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে নেতারা এ দাবি জানান।



‘শিশুদের প্রতি নৃশংসতা বন্ধ ও শিশু হত্যাকারীদের বিচারের দাবি’তে এ আয়োজন করে সংগঠনটি।

সংগঠনের ঢাকা মহানগরী আমির মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির মওলানা মুহাম্মদ রুহুল আমিন, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান প্রমুখ।

নেতারা বলেন, শিশু নির্যাতনের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি হত্যা ও সন্ত্রাস রোধে ধর্মীয় চেতনাকে শিক্ষার সর্বস্তরে সিলেবাসভুক্ত করতে হবে।

‘সমগ্র দেশে শিশু নির্যাতন ও হত্যার যে তাণ্ডব শুরু হয়েছে দেশবাসী তা থেকে মুক্তি চায়। দেশে অব্যাহত খুন, গুম, নির্যাতন ও দুর্নীতির কোনো সুষ্ঠু বিচার না হওয়ায় নিষ্পাপ শিশু হত্যার মতো অভিশাপ নেমে এসেছে। কুরআনী আইন অনুযায়ী মানুষ হত্যার বিচার প্রবর্তন করা হলেই সমাজ ও রাষ্ট্র এ জাহেলিয়াত থেকে রক্ষা পেতে পারে’- বলেন তারা।

আন্দোলনের নেতা-কর্মীরা আরও বলেন, মানুষ হত্যা জঘন্য পাপ এবং এর শাস্তি চিরন্তন জাহান্নাম- কুরআনের এই বাণী জনমনে বদ্ধমূল করতে পারলেই হত্যা ও সন্ত্রাস থেকে জাতিকে মুক্তি দেওয়া সম্ভব।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসকেএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।