ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চালক আহত

স্টাফ করেপসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস চালক আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আল আমিন হোসেন (১৭) নামে এক মাইক্রোবাস চালক আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর বিলশিমলা বন্ধ গেইট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।



গুরুতর আহত অবস্থায় আল আমিন হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ত‍ার বাড়ি মহানগরীর দাশপুকুর এলাকায়।

এ ঘটনায় মাইক্রোবাসের সামনের অংশ (ঢাকা মেট্রো চ ১১-২৫৩০) ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। ওই সময় মাইক্রোবাসটিতে চালক ছাড়া কেউ ছিলেন না।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর দিকে যাচ্ছিল। কিন্তু এ সময় রাজশাহী নগরের বিলশিমলা এলাকায় রেলক্রসিংয়ের ব্যারিকেড ফেলা হয়নি। তাই কিছু না বুঝেই রেললাইনে উঠে পড়ে মাইক্রোবাসটি।

এ সময় দ্রুতগামী ট্রেনটি মাইক্রোবাসকে ঠেলতে ঠেলতে দুইশ’ মিটারের বেশি দূরে নিয়ে যায়। একপর্যায়ে চালক ট্রেন থামালে মাইক্রোবাসে আটকে থাকা চালক আল আমিনকে উদ্ধার করেন স্থানীয়রা।

রাজশাহী রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম আহমেদ বাংলানিউজকে বলেন, এ ঘটনার পরে ট্রেনটি দাঁড়িয়ে না গেলে আরও বড় ধরনের ক্ষতি হতে পারতো। মাইক্রোবাস চালক অসাবধানতাবশত রেল লাইনে উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে। পরে ট্রেনটি নিজ গন্তব্যে ছেড়ে যায়।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, বর্তমানে আহত চালক আল আমিনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসএস/এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।