সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় শাহানা আক্তার কেয়া (৩৫) নামে এক গৃহবধূকে তার স্বামী আনোয়ারুল ইসলাম শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর থেকে আনোয়ারুল ইসলাম পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দেবহাটা উপজেলার বহেরা গ্রামের ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কেয়া একই উপজেলার খেজুরবাড়ি গ্রামের আনোয়ারুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।
দেবহাটা থানার উপ পরিদর্শক (এসআই) জাকারিয়া এলাকাবাসীর বরাত দিয়ে বাংলানিউজকে জানান, উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রেজা আলী সরদারের মেয়ে কেয়ার সঙ্গে মাস ছয়েক আগে খেজুরবাড়ি গ্রামের আনোয়ারুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে বহেরার একটি ভাড়া বাড়িতে তারা বসবাস করে আসছিলেন। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে আনোয়ারুল কেয়াকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে মরহেদ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আনোয়ারুলের সঙ্গে বিয়ের কয়েক বছর আগে কেয়ার আগের স্বামী তাকে তালাক দেন বলেও জানায় এলাকাবাসী।
এদিকে, নিহতের ভাই ও কুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সেলিম রেজা সবুজ বাংলানিউজকে বলেন, আমার বোনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সকালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আমরা এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করবো।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আরএ