ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় ফেনসিডিলসহ ২ সহোদর আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
শার্শায় ফেনসিডিলসহ ২ সহোদর আটক ছবি: প্রতীকী

বেনাপোল(যশোর): যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা থেকে ১৫১ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার পান্তাপাড়া গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে।



আটক দুই ভাই হলেন, শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রামের নওশের আলীর ছেলে কুরবান আলী (২২) ও আরমান আলী (২০)।

পুলিশ জানায়, দুই মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে শার্শা থেকে যশোরের উদ্দেশে রওনা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে পুলিশ শার্শার পানতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শার্শা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মুরাদ বাংলানিউজকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিকেলের মধ্যে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।