লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দলাল বাজার ও চর মনসা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নুর নবী লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মৃত সফি উল্লাহর ছেলে, আমির হোসেন কালু চর মনসা গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৃথক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুর নবী ও আমির হোসেন কালুকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসএইচ