ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় আধা কেজি গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়।
আটক ব্যক্তিরা হলেন, ধুনট উপজেলার হেউডনগর গ্রামের দুদু প্রামাণিক (৬৫) ও জাহিদুল ইসলাম লাটুর স্ত্রী রোকেয়া বেগম (৪২)।
এর আগে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ধুনট-সোনাহাটা সড়কের কান্তনগর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দুদু ও রোকেয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
এ ঘটনায় দুদু ও রোকেয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আরএ