ঢাকা: রাজধানীর কাকরাইলে রাজমনি সিনেমা হলের পাশে একটি ১৪তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ওয়ার হাউজ পরিদর্শক (ডব্লিউএইচআই) আতিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কাকরাইলের রাজমনি সিনেমা হলের পাশে একটি ১৪ তলা ভবনের ৫ম তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান আতিকুর রহমান।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসজেএ/এমএ/