ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে আহত নারী ঢামেক হাসপাতালে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
খিলগাঁওয়ে আহত নারী ঢামেক হাসপাতালে মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ গোড়ানে আহত অজ্ঞাত পরিচয় এক নারী (৫০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



ঢামেক পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে খিলাগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার ৪৯ নম্বর বাসার সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় ওই নারী পড়ে যান। পরে ওই বাসার ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

ঢামেক পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম জানান, নিহত নারীর মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।