ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

‘চিন্তার অধিকার হরণ নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
‘চিন্তার অধিকার হরণ নয়’ ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কারও মত প্রকাশের স্বাধীনতা ও চিন্তার অধিকার হরণের চেষ্টা না করতে সব মহলের প্রতি আহ্বান জানিয়েছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে ‘মত প্রকাশের স্বাধীনতা ও চিন্তার অধিকার হরণের প্রতিবাদে সভা’ শীর্ষক আলোচনায় তিনি এ আহ্বান জানান।



আবুল কাশেম ফজলুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- অধ্যাপক বদরুদ্দিন ওমর, অধ্যাপক আনু মোহাম্মদ, লেখক শওকত
আলী প্রমুখ।

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, নানা জনের নানা মতের সম্মানটুকু দিতে হবে। কারও চিন্তায় হস্তক্ষেপ করে সুষ্ঠু সমাজ আশা করা যায় না।

সাংবাদিক মাহফুজ আনামের প্রসঙ্গ টেনে বদরুদ্দিন ওমর বলেন, কারও মত প্রকাশের অধিকার ছিনিয়ে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। কে কীভাবে ভাববে, সেটি নিয়ে আমি কথা বলতে পারি না। কোনটি ঠিক, কোনটি ঠিক নয়- সেটি নির্ধারণ কিসের ভিত্তিতে কে করছে, সেটাও দেখতে হচ্ছে।

গণমাধ্যম, লেখক, প্রকাশকসহ সংশ্লিষ্টদের স্বাধীনতার প্রসঙ্গ টেনে সভায় বক্তারা বলেন, বিভিন্ন মতের মাধ্যমে রাষ্ট্র ও সমাজের আধুনিক রূপ এসেছে এবং এটাই স্বাভাবিক ধরে নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসকেএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।