বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় উচ্চ মাধ্যমকি (এইচএসসি) পরীক্ষার্থী সাফিয়া (২০) গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেন।
তিনি জানান, ওই ছাত্রী বাড়িতে সবার অজান্তে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে নিহতের মরদেহ রাতেই থানায় আনা হয়।
‘তবে কারো কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের লোকজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ’
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই জাকির।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এমবিএইচ/এমএ