বেনাপোল(যশোর): যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা থেকে হাত বোমা, অস্ত্র ও গুলিসহ রফিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁগআচড়া বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক রফিকুল যশোরের ঝিকরগাছা উপজেলার বড়খলশি গ্রামের আইনুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রফিকুলের নামে যশোরের ঝিকরগাছ থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের কাছে গোপন খবর আসে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটনোর উদ্দেশে শার্শার বাঁগআচড়া বাজারের কাছে একটি আমবাগানে সন্ত্রাসীরা অবস্থান করছে। এসময় পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে একজনকে ১০টি তাজা হাতবোমা, একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ রফিকুলকে আটক করে।
শার্শার বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান হাবিব বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে বিস্ফোরণ ও অস্ত্র আইনে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসএইচ