ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গুলিবিদ্ধ ৪ ডাকাত ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
গাজীপুরে গুলিবিদ্ধ ৪ ডাকাত ঢামেকে

গাজীপুর: গাজীপুরের কড্ডা ইসলামপুর এলাকায় ওশান সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ডাকাতি করে পালানোর সময় ডিবি পুলিশের করা গুলিতে আহত ডাকাত দলের ৪ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- সুলতান উদ্দিন (৪২), সালাম (৪০), হামিদুল (৩০) ও মামুন (২৫)।



শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তাদের ৪ জনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে ডিবি পুলিশ।

ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের নায়েক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে ওই সোয়েটার কারখানায় ডাকাতি করে পালানোর চেষ্টা চালায় দলটি। এ সময় ডিবি পুলিশ তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। এতে ৪ ডাকাত গুলিবিদ্ধ হয় এবং বাকিরা পালিয়ে যান। প্রথমে তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার দুপুরে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এজেডএস/আরএম

** গাজীপুরে ডাকাতি করে পালানোর সময় গুলিবিদ্ধ ৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।