ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কাহালুতে পুলিশ হেফাজতে মানসিক ভারসাম্যহীন নারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
কাহালুতে পুলিশ হেফাজতে মানসিক ভারসাম্যহীন নারী

বগুড়া: বয়স ১৮/১৯ বছর হবে। নিজের নাম-পরিচয় বলতে পারেন না।

এমনকি ঠিক মতো কথাও বলতে পারেন না। পরনের পোশাক নোংরা। মানসিক ভারসাম্যহীন এমন এক নারী বগুড়ার কাহালু থানা পুলিশের হেফাজতে রয়েছে।
 
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের চৌকিদার মেয়েটিকে উদ্ধার করে থানায় এনে পুলিশের হাতে তুলে দেন।
 
কাহালু থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন বাংলানিউজকে জানান, মেয়েটিকে তার পরিবারের কাছে তুলে দিতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে যোগাযোগের চেষ্টা চলছে। খোঁজ পেলে তাকে স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।  
 
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এমবিএইচ/এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।