ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে ময়মনসিংহগামী লোকাল ট্রেন লাইনচ্যুত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
গৌরীপুরে ময়মনসিংহগামী লোকাল ট্রেন লাইনচ্যুত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনের কাছে ২৬১ আপ লোকাল ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত নেই।



শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে বিকেল সোয়া ৩টা থেকে উদ্ধার তৎপরতা করেছে উদ্ধারকারীরা।

ময়মনসিংহ কেওয়াটখালী লোকোশেডের পরিদর্শক আব্দুল আউয়াল বাংলানিউজকে জানান, উদ্ধার তৎপরতা শেষ করতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে।

সূত্র জানায়, দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন গৌরীপুর রেলস্টেশনে গিয়ে পৌঁছে। কিন্তু স্টেশনের ৪ নম্বর লাইনে মালগাড়ি থাকায় রিলিফ ট্রেন সেখানে প্লেস করতে বিলম্ব হয়।
পরে সেটি সরিয়ে বিকেল সাড়ে ৩ টার দিকে সেখানে রিলিফ ট্রেন প্লেস করা হয়।

আব্দুল আউয়াল জানান, এ লোকাল ট্রেন লাইনচ্যুতির ফলে ময়মনসিংহ-মোহনগঞ্জ, ময়মনসিংহ-জারিয়া ও ময়মনসিংহ-ভৈরব রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ময়মনসিংহ-ভৈরব রেলপথে ট্রেন চলাচল শুরুর জন্য বিকল্প উদ্যোগ নেওয়া হচ্ছে।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস.আই) নিরঞ্জণ দাস বাংলানিউজকে জানান, এ ঘটনায় এক নারী সামান্য আহত হয়েছেন। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬, আপডেট: ১৬১১ ঘণ্টা
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।