ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মামলা

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
বগুড়ায় ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মামলা

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তিনিজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
 
আসামি তিনজন হলেন- দিনাজপুর সদর উপজেলার দীঘল জঙ্গলপাড়ার আকবর আলীর ছেলে ট্রাকচালক মঞ্জুরুল আলম (৩৮), একই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে হেলপার বুলু মিয়া (৪২) ও ফজলুর রহমানের ছেলে নাজমুল হুদা (৩৫)।


 
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী গমবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৪৮৮০) উপজেলা পরিষদের সামন থেকে আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের কেবিনের নিচে বস্তাবন্দি অবস্থায় রাখা ৮৭ বোতল ফেনসিডিল ও বহনকারী ট্রাকটি জব্দ করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এমবিএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।