বগুড়া: বগুড়া শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৭ গ্রাম হেরোইনসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
এদিন দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটককৃতরা হলেন, মেহেদী হাসান, ইকবাল হোসেন, আবু সাঈদ, রকিবুল হাসান রকি ও সাজু মিয়া।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এমবিএইচ/এমজেএফ/