ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী কন্টিনজেন্ট কমান্ডারের দায়িত্ব পালন করবেন কর্নেল ডা. নাজমা বেগম।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে একটি ফ্লাইটে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আইভরিকোস্টে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৬ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল কন্টিনজেন্ট (বিএএনএমইডি/১২) রওয়ানা হবে।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এটি।