বগুড়া: বগুড়ার গাবতলী পৌর শহরের পাইকার মার্কেটের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাবতলী পৌর শহরের পাইকার মার্কেটের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল তিনটি উদ্ধার করে পুলিশের সদস্যরা।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গাবতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা বিষয়টি বাংলানিউজকে জানান।
কারা কী উদ্দেশ্যে সেখানে ককটেলগুলো রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এমবিএইচ/এএটি/এমজেএফ