ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৩টি ককটেল উদ্ধার

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
বগুড়ায় ৩টি ককটেল উদ্ধার ফাইল ফটো

বগুড়া: বগুড়ার গাবতলী পৌর শহরের পাইকার মার্কেটের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাবতলী পৌর শহরের পাইকার মার্কেটের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।



পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল তিনটি উদ্ধার করে পুলিশের সদস্যরা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গাবতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা বিষয়টি বাংলানিউজকে জানান।

কারা কী উদ্দেশ্যে সেখানে ককটেলগুলো রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এমবিএইচ/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।