বগুড়া: বিভিন্ন দাবিতে বগুড়ায় জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের উদ্যোগে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও শহর শাখার উদ্যোগে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে সংগঠনের জেলা শাখার আহ্বায়ক রতন কুমার সিং, শহরের সভাপতি রমেশ কুমার মাহাতো, সাধারণ সম্পাদক সঞ্চয় কুমার মাহাতো, সংকর দাস, সনজিৎ সরকার, মনোতোষ পাল, শিবু রায়, কার্তিক কৃষ্ণ রায় প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশে সংখ্যালঘু নির্যাতন ও ভূমি দখল বন্ধ করতে হবে। সিলেটে জাতীয় হিন্দু মহাজোটের ধর্মীয় আলোচনা সভায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তারা।
এর আগে সংগঠনের উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এমবিএইচ/পিসি