বগুড়া: নিখোঁজের এক সপ্তাহ পর বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক থেকে কামরুজ্জামান নান্নু (২৬) নামে এক পশু চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নান্নু কাহালু উপজেলার ছোট ভাদাহার গ্রামের কমর উদ্দিন মজনুর ছেলে। দুই সন্তানের জনক নান্নু গ্রামে গ্রামে ঘুরে পশু চিকিৎসা করতেন।
শিবগঞ্জ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে স্থানীয় কিশোররা বিদ্যালয় মাঠে খেলতে গিয়ে সেপটিক ট্যাঙ্কের ভেতর মরদেহ দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তবে তদন্ত ছাড়া হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশের ওই কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।
নিহতের পারিবার সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি থেকে কামরুজ্জামান নান্নু নিখোঁজ ছিলেন। পরদিন নিহতের বাবা কাহালু থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এমবিএইচ/এমজেএফ/