ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মহেশপুরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
মহেশপুরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: জমি দখল করাকে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুরে সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। এসময় একটি বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে।



শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মহেশপুর শহরের চৌগাছা বাসস্ট্যান্ডের জমিদারপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শামছুল হকের স্ত্রী মরিয়ম বেগম (৪০), আব্দুর রহমানের স্ত্রী মরিয়ম বেগম (৩৫), সাইফুল ইসলামের স্ত্রী মঞ্জুরা খাতুন, রাকিব উদ্দিনের স্ত্রী রাজেদা খাতুন (২৫), জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রীনা খাতুন (২৪),  সামছুল হক (৬৬) ও আব্দুস সাত্তারকে (৬৭) মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া আতিয়ার রহমানের স্ত্রী কোহিনুর বেগম (৩৮) ও হামিদুল ইসলামের স্ত্রী রোকেয়া খাতুনকে (৬০) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বাংলানিউজকে জানান, জমিদারপাড়ার মুন্সি ফেরদৌস ওরফে ফিরোজ ও হামিদুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি মুন্সি ফেরদৌস বিরোধপূর্ণ ওই জমি থেকে ১০ শতক জমি মহেশপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দান করেন। সকালে মুক্তিযোদ্ধারা ওই জমির দখল নিতে গেলে দু’পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ, হামলা ও বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।