আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সেলিম নামে এক ব্যবসায়ী জখম হয়েছেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বুড়িবাজার এলাকার এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর স্বজনরা জানান, ফজরের নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পরে কয়েক যুবক সেলিমকে কুপিয়ে জখম করে। তার হাতের জখম হওয়ায় পাশাপাশি ডান হাতের রগ কেটে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সেলিমকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসীনুল কাদীর জানান, পূর্ব শত্রুতার জেরে নাকি ছিনতাইয়ের ঘটনা তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এটি