ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক শের আলমের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন সেলুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, যুবলীগ নেতা রাজিব আহাম্মেদ রাজ্জি, ছাত্রলীগ নেতা মাসুদ রানা রুবেল প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে ভাইস চেয়ারম্যান শের আলমের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসএইচ