শেরপুর: শেরপুর সদর উপজেলায় ট্রাকের চাপায় মনোহর আলী (২২) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ যাত্রী।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সদর উপজেলার শেরপুর-জামালপুর সড়কের পোড়ার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোহর জামালপুরের ইসলামপুর উপজেলার হরিণধারা গ্রামের শহিজলের ছেলে।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বাংলানিউজকে জানান, দুপুরে পোড়ার দোকান এলাকায় একটি ট্রাক জামালপুরগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মনোহর আলীর মৃত্যু হয়। আহত হয় ৪ জন। পরে তাদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
নিহতের মৃতদেহ উদ্ধার করে শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এসআই জানান।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসআর