ঢাকা: রাজধানীর ডেমরায় সোনার দোকানে হানা দিয়ে প্রায় শতাধিক ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের সময় ডেমরার সারুলিয়া গরুর হাটের পাশে মনু মোল্লা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত কেয়া জুয়েলার্সে হানা দেয় ছয় সাতজনের একটি ডাকাত দল।
দোকানে থাকা কর্মচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে দোকান থেকে স্বর্ণালঙ্কার লুট করে বেরিয়ে যায় তারা।
ডাকাতরা আনুমানিক একশ’ ভরি সোনা লুট করেছে বলে বাংলানিউজকে জানান, ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কাওসার আহমেদ।
এদিকে ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির সময় দোকানের এক কর্মচারীর হাত কেটে যায়। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আরআই