ময়মনসিংহ : ‘সুস্থ দেহে সুন্দর মন’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নগরীর সানকিপাড়া শেষ মোড় এলাকার নিজস্ব ক্যাম্পাসে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।
সংশ্লিষ্ট কলেজের চেয়ারম্যান ও প্রিন্সিপাল লায়ন মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম.ফয়জুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাল্গুনী নন্দি, প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান, ওয়ার্ল্ড ভিশিনের এডিপি ম্যানেজার চৈতালী রেমা।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
পিসি/।