ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মেধাবীদের রাজনীতিতে আহ্বান জানালেন নূর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
মেধাবীদের রাজনীতিতে আহ্বান জানালেন নূর ছবি: আনোয়ার হোসেন রানা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের মানুষের ভাগ্য নির্ধারণ করেন রাজনীতিকরাই। তাই পরিশ্রমী, মেধাবী ছাত্রদের রাজনীতিতে থাকাটা জরুরি।

আমি তাদের রাজনীতিতে আসার আহ্বান জানাচ্ছি।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এ আহ্বান জানান।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উত্তরা ইউনিভার্সিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্ত আলোচনার আগে শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাধারণভাবে ছাত্র-ছাত্রীদের মনোভাব রাজনীতি খারাপ জিনিস। এর প্রতি মেধাবী, পরিশ্রমী ছাত্রদের অনীহা রয়েছে। যা মোটেই ঠিক নয়। মূলত রাজনীতিকরাই দেশের মানুষের ভাগ্য নির্ধারণ করেন।

‘রাজনীতিতে যদি ভালো মানুষ না যায়, দুর্নীতিবাজরা যদি সংসদে ভরে ওঠে, তাহলে দেশের মানুষের ভালোটা কীভাবে হবে?,’ বলেন তিনি।
আসাদুজ্জামান নূর জানান, আমার সন্তানদের কেউ অভিনয়ে কিংবা রাজনীতিতে আসেনি।

এ বিষয়ে তার ইচ্ছে জানতে চাইলে এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলেন, সন্তানদের ওপর কখনও কোনো মতামত চাপিয়ে দিইনি। তারা নিজেরাই তাদের সিদ্ধান্ত নিয়েছে। পরে যদি কখনও তারা রাজনীতি কিংবা অভিনয়ে আসার প্রয়োজন মনে করে তাহলে আসবে। আমার কোনো আপত্তি নেই।

উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য  ইয়াসমিন আরা লেখা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-উপাচার্য অধ্যাপক ড. এম আজিজুর রহমান ও স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার উপদেষ্টা (বিক্রয় ও বিপনণ) এম শামসুল হুদা।

অনুষ্ঠানে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য, উপ-উপাচার্যসহ তিনজনের লেখা মোট ৫টি বইয়ের মোড়ক উন্মোচন করেন সংস্কৃতি মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
জেপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।