ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
বগুড়ায় ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

বগুড়া: বগুড়ার শেরপুরে মাহবুব ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় আতাহার আলী (৪০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
আতাহার আলী সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গোনতা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।



শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।  

নিহতের স্বজনরা জানান, সড়ক দুর্ঘটনায় আতাহার আলীর হাতের একটি আঙুল ফেটে যায়। পরে চিকিৎসক আঙুলে অপারেশন করার পরামর্শ দেন। সে অনুযায়ী তিনি বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মাহবুব ক্লিনিকে ভর্তি হন। ওই রাতেই তার আঙুলের অপারেশন করা হয়।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তার বুকে ব্যথা অনুভূত হয়। এসময় ক্লিনিকের একজন সেবিকা (নার্স) তার শরীরে ইনজেকশন পুশ করেন। ইনজেশন পুশ করার  ১৫-২০মিনিটের মধ্যেই আতাহার আলী মারা যান।

নিহতের বড় ভাই আব্দুল মান্নান অভিযোগ করে বাংলানিউজকে বলেন, ভুল চিকিৎসায় আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।  

মাহবুব ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক আলহাজ উদ্দিন ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ অস্বীকার করে বাংলানিউজকে বলেন, আতাহার আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো অবহেলা ছিল না।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এমবিএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।