চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ইসরাত জাহান (১৫) নামে এক মাদ্রাসাছাত্রী।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মহিচাইল গ্রামে কনেবাড়িতে বিয়ের অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ বিয়ে বন্ধের নির্দেশ দেন।
ইসরাত ওই গ্রামের প্রবাসী স্বপন মিয়ার মেয়ে। সে মহিচাইল দেওয়ান উলুম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন বাংলানিউজকে জানান, মাদ্রাসাছাত্রীর বিয়ের কথা জানতে পেরে তারা বিয়ে বাড়িতে অভিযান চালান। পরে মেয়ের মা মেয়েকে বাল্যবিয়ে দেবেন না মর্মে লিখিত অঙ্গীকার করায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসআর