চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় সাত জুয়াড়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন তাদের জরিমানা করেন।
এরা হলেন- উপজেলার লোনা গ্রামের আলম (৩০), একই গ্রামের রফিক (৫০), রুহুল আমিন (৪৫), আবুল কাশেম (৩৮), রসুলপুর গ্রামের আবুল খায়ের (৪৫), একই গ্রামের ইকবাল হোসেন (১৮) ও ভেরুনিয়া গ্রামের ছেলে কামাল হোসেন (৩০)।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে রসুলপুর গ্রামের একটি ঘর থেকে সাত জুয়াড়িকে আটক করার হয়। পরে শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে ১শ টাকা করে জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসএইচ