ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত

৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
৪ সদস্যের তদন্ত কমিটি গঠন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনের কাছে ২৬১ আপ লোকাল ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুতির ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ময়মনসিংহ রেলের ট্রাফিক পরিদর্শক তোফাজ্জল হোসেনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।



কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- কেওয়াটখালী রেলওয়ে লোকোশেডের লোকোমেটিভ পরিদর্শক আবদুল আউয়াল ও  ক্যারেজ অ্যান্ড ওয়াগন পরিদর্শক হারুন অর রশিদ।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কমিটি গঠনের বিষয়টি বাংলানিউজকে জানান কেওয়াটখালী রেলওয়ে লোকোশেডের লোকোমেটিভ পরিদর্শক আবদুল আউয়াল।

তিনি জানান, তদন্ত কমিটিকে ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়:১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
পিসি

** গৌরীপুরে ময়মনসিংহগামী লোকাল ট্রেন লাইনচ্যুত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।