ঢাকা: রাজধানীর উত্তরায় গ্যাস লাইনের বিস্ফোরণে দগ্ধের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ এ।
এরা হলো-শালীন বিন নেওয়াজ (১৫) ও জায়ান বিন নেওয়াজ (১৪ মাস)।
শরীরের ৮৮ শতাংশ পুড়ে যাওয়া শালীন বিন নেওয়াজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় মারা যায়।
জায়ান মারা যায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। তার শরীরের ৭৪ শতাংশ পুড়ে গিয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে উত্তরার ১৩ নম্বর সেক্টরের (রোড নম্বর-০৩) ৮ নম্বর বাড়ির সপ্তম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এজেডএস/পিসি
** উত্তরায় অগ্নিদগ্ধের ঘটনায় একজনের মৃত্যু
** উত্তরায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ