ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নলছিটিতে সম্পত্তির লোভে শাশুড়িকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
নলছিটিতে সম্পত্তির লোভে শাশুড়িকে হত্যা

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে সম্পত্তির লোভে শাশুড়িকে চেতনানাশক ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে নুসরাত জাহান আসমা (৩৫) নামে এক গৃহবধূর বিরুদ্ধে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ শাশুড়ি ফিরোজা বেগমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।



এদিকে, এ ঘটনায় স্ত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে নলছিটি থানায় অভিযোগ দাখিল করেছেন স্বামী ফয়সাল হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুশংগল ইউনিয়নের মৃত আজিজ খানের ছেলে ফয়সাল হোসেন খান তার মা ও স্ত্রীকে নিয়ে নলছিটি শহরের খাসমহল এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

গত ২০১৫ সালের ১ আগস্ট স্ত্রীকে তালাক দেন ফয়সাল। কিন্তু আসমার পরিবার প্রভাবশালী হওয়ায়  তালাকের পরও স্বামীর বাড়িতে অবস্থান করছিলেন তিনি। একপর্যায়ে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর শাশুড়ির নামে থাকা ১ একর ২২ শতাংশ জমি কৌশলে আসমা নিজের নামে দলিল করে নেন।

বিষয়টি জানাজানি হলে পারিবারিক কলহ শুরু হয়। শুক্রবার সকালে ফিরোজা বেগমকে চেতনানাশক ওষুধ খাইয়ে হত্যা করেন আসমা।

পরে দুপুরে আসমা ও তার ভাই ওবায়দুল করিম ডালিমের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ফয়সাল হোসেন।

মৃতের ছেলে ফয়সাল হোসেন সাংবাদিকদের কাছে দাবি করেন, সম্পত্তির লোভে পরিকল্পিতভাবে চেতনানাশক ওষুধ খাইয়ে তার মাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।