ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে লুট, আহত ৫

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে লুট, আহত ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইরহাট পৌরসভার একটি স্বর্ণের দোকানে বোমার বিস্ফোরণ ঘটিয়ে ও অস্ত্রের মুখে স্বর্ণ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মাগরিবের নামাজের সময় বারইরহাটের শামীম জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

পরে দুইটি গাড়িতে করে পালিয়ে যায় তারা।

এ সময় তাদের বোমা বিস্ফোরণে দোকানের কর্মচারী ও আশপাশের লোকসহ ৫ জন আহত হন।

দোকান মালিক শাহাবুদ্দিন দাবি করেছেন, দুর্বৃত্তরা তার দোকান থেকে অন্তত ২৫০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।