সিলেট: সিলেটে পৃথক দুর্ঘটনায় দুই জন নিহত ও সাত জন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার হাউসা এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়ক এবং জৈন্তাপুরে সিলেট-তামাবিল সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট-সুনামগঞ্জ হাউসা এলাকায় সিএনজি চালিত একটি অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে লিটন নামে অটোরিকশার এক যাত্রী মারা যান। এসময় অটোরিকশার চালকসহ ৫ জন আহত হন।
লিটনের বাড়ি ছাতক উপজেলায়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে সিলেট-তামাবিল সড়কে ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হন। এসময় আরও দু’জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, পাথরবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৭৪৩৪) সারি নদীর তীর ধরে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিন শ্রমিক আহত হয়।
আশঙ্কাজনক অবস্থায় মো. আলমকে (৪৫) সিলেট এমএজি ওসমানী হাসপাতালে আনা হলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির জানান, আলম জৈন্তাপুর আসামপাড়া গ্রামের মৃত হাসেম আলীর ছেলে।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এনইউ/এটি