ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গৃহবধূ বন্যা হত্যায় ৩ দিনেও মামলা হয়নি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
গৃহবধূ বন্যা হত্যায় ৩ দিনেও মামলা হয়নি বন্যা

মাদারীপুর: মাদারীপুরে বন্যা (২০) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার ঘটনায় তিন দিনেও থানায় মামলা হয়নি।  
 
নিহতের পরিবারের দাবি, চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারায় মামলা নেয়নি পুলিশ।

তবে, পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।
 
স্থানীয়রা জানায়, মাদারীপুর সদর উপজেলার পূর্বরাস্তি গ্রামের গৃহবধূ বন্যাকে অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পথে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান।
 
নিহত বন্যার পরিবারের দাবি, যৌতুকের টাকা না দিতে পারায় বন্যার স্বামী ইব্রাহিম গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে বন্যার মৃত্যু হয়।  
 
বন্যার মা রাহেলা বেগম অভিযোগ করে বাংলানিউজকে বলেন, ‘আমার মেয়েকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যা করা হয়েছে। প্রভাবশালীরা মামলা করতে দিচ্ছে না। মামলা করতে গেলে কামরুল দারোগা আমার কাছে ২০ হাজার টাকা দাবি করেছে। টাকা দিতে না পারায় গত তিন দিনেও মামলা নেয়নি। আমার স্বামী রিকশাচালক। কি করে পুলিশকে টাকা দেব? কোথায় পাবো এতো টাকা?’ 
 
তিনি আরও বলেন, ‘যৌতুকের টাকা দিতে না পারায় মেয়েকে মেরে ফেলা হয়েছে। এখন বিচার চাইতে গিয়েও টাকা দিতে হবে। গরিবের জন্য কি কেউ নাই। ’ 
 
বন্যার চাচী দিলপী বেগম বলেন, ‘আমাদের মেয়েকে খুন করার দিন রাতেই একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দিতে সালিশের আয়োজন করে। মামলা না করার জন্য এই মহলটি চাপ দিচ্ছে। ’ 
 
উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, ‘তারা তো এখনও অভিযোগই করেনি, মামলা হবে কিভাবে? টাকা চাওয়ার প্রশ্নই আসে না। সব মিথ্যা কথা। ’ 
 
অভিযুক্ত ইব্রাহিমকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে বলেও তিনি জানান।
 
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, ‘ওই মেয়ের বাবা-মা দু’জনের দু’রকম সিদ্ধান্ত। তাই তাদের সিদ্ধান্তহীনতার কারণে মামলা করতে পারেনি। টাকা চাওয়ার অভিযোগটি সত্য নয়। ’
 
মাদারীপুর পুলিশ সুপার সরোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে মামলা নিতে টাকা চাওয়ার কথা নয়। তারা মামলা করতে চাইলে পুলিশ অবশ্যই মামলা নিবে। ’
 
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬        
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।