ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পিলখানা ট্রাজেডি

নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

ঢাকা: পিলখানা ট্রাজেডিতে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি) বিকেলে (বাদ আসর) পিলখানা বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে শহীদ ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।



দোয়া ও মিলাদ মাহফিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, শহীদ ব্যক্তিবর্গের আত্মীয়, পিলখানায় কর্মরত কর্মকর্তা, জেসিও, অন্যান্য পদবীর সৈনিক এবং বেসামরিক কর্মচারীরা অংশ নেন।

সদর দফতর ছাড়াও বিজিবির সব মসজিদ এবং বিওপি পর্যায়ে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এনএ/এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।