ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে দুই শিশুর রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
সিলেটে দুই শিশুর রহস্যজনক মৃত্যু

সিলেট: সিলেটের জৈন্তাপুরে ইমরানা আক্তার (১৩) ও রুকসানা আক্তার (১৪) নামে দুই শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



ইমরানা জৈন্তাপুর লক্ষ্মীপ্রসাদ পূর্বগ্রামের আব্দুর রবের মেয়ে ও রুকসানা কানাইঘাট উপজেলার পূর্ব লক্ষ্মীপ্রসাদ গ্রামের আবুল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে একটি সিএনজি চালিত অটোরিকশা (সিলেট-থ-১৩-১১১৪) ভাড়া করে কানাইঘাটে যাচ্ছিল তারা দু’জন। দুপুরে দরবস্ত এলাকায় পৌঁছালে দু’জনই বমি করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানেই তাদের মৃত্যু হয়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির বলেন, গাড়ি থেকে আধা লিটার ফ্রুট জুসের অর্ধেকাংশ আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এনইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।