ঢাকা: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ৪টা থেকে পৌনে ৪টা পর্যন্ত তারা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন শাহাবাগ থানার ডিউটি অফিসার এসআই শরীফুল ইসলাম।
তিনি জানান, জাতীয় জাদুঘরের সামনে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী চাকরির বয়স বৃদ্ধির দাবিতে স্লোগান দিয়ে সমবেত হন।
এ সময় তাদের হাতে ‘মাননীয় প্রধানমন্ত্রী বয়স বাড়ান, জীবন বাঁচান-৩৫’ এবং ‘বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ’ নামে দু’টি ব্যানার ছিল।
পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগ মোড়ের রাস্তায় এসে বসে পড়েন এবং বিকেল পৌনে ৫টা পর্যন্ত পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এমআইকে/এমজেএফ