রাজশাহী: মাতৃভাষায় শিক্ষালাভ করা প্রতিটি মানুষের জন্মগত অধিকার। প্রত্যেক জাতি গোষ্ঠীরই স্ব-স্ব মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা লাভের অধিকার নিশ্চিতের মাধ্যমেই কেবল দেশের শিক্ষার হার বাড়ানো সম্ভব।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আদিবাসী মুক্তি মোর্চা আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক যোগেন্দ্রনাথ সরেন তাদের ভাষা রক্ষার এই দাবি জানান।
এ সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রীর কাছে দশ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো, বাংলাদেশে বসবাসরত আদিবাসী জাতি সমূহের মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা, সকল জাতিগোষ্ঠীর নিজ নিজ মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম অবিলম্বে চালু করা, নিজস্ব মাতৃভাষায় শিক্ষা কার্যক্রমে ৬টি (সাঁওতাল, উরাও, গারো, চাকমা, মারমা, ত্রিপুরা) জাতিগোষ্ঠীর মধ্যে স্থগিত হওয়া আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের নিজস্ব মাতৃভাষা কার্যক্রম অবিলম্বে চালু করতে হবে, প্রতিটি জেলা এবং বিভাগীয় শহরে আদিবাসী ভাষা ও সংস্কৃতি একাডেমী অবিলম্বে স্থাপন করতে হবে, আদিবাসী জনগোষ্ঠীর মাতৃভাষার উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে উচ্চ শিক্ষা ও গবেষণা পরিচালনার জন্য আর্থিক বরাদ্দ প্রদান করতে হবে এবং ১৯৫২ সালে ভাষা আন্দোলনের পর ১৯৫৩ সালে সকল ভাষা সমান মর্যাদা প্রশ্নে উত্থাপিত (ঙ) নং দাবি “ছোট বড় প্রত্যেক ভাষাভাষি জনসমষ্টি ও বিভিন্ন প্রদেশের সংখ্যালঘুরাও নিজ নিজ মাতৃভাষায় শিক্ষা লাভের অধিকার লাভ করবে” ধারায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আদিবাসী মুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা চিত্তরঞ্জন সরদার, প্রেসিডিয়াম সদস্য হিংগু মুরমু, রাজশাহী জেলা কমিটির সভাপতি বাবুলাল মুরম এবং সংগঠনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি বিশ্বনাথ মাহাতো প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এসএস/এমজেএফ/