ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে গণজাগরণ মঞ্চের ‘অভিজিৎ স্মরণ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
সিলেটে গণজাগরণ মঞ্চের ‘অভিজিৎ স্মরণ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে স্মরণ করলো সিলেট গণজাগরণ মঞ্চ।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হত্যাকাণ্ডের এক বছর পূর্তিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।



এ সময় অভিজিৎ রায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোক প্রজ্জ্বলন পূর্ব আলোচনা পর্বে বক্তারা বলেন, অভিজিৎ রায়কে হত্যা করে বিজ্ঞান ও মুক্তবুদ্ধির চর্চায় আঘাত আনতে চেয়েছিল উগ্রবাদীরা। কিন্তু হত্যা করে কখনোই মুক্তবুদ্ধির চর্চা দমানো যাবে না।

বরং অভিজিৎ রায় দেশের বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্মেও কাছে হয়ে উঠেছেন প্রেরণার নাম।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি একুশে বইমেলার পাশে বিজ্ঞান লেখক ও ব্লগারকে কুপিয়ে হত্যা করে ধর্মীয় উগ্রবাদীরা।

বক্তারা আরও বলেন, একবছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অভিজিৎ হত্যাকাণ্ডের ক্লু উদ্ধার করা সম্ভব হয়নি। অভিজিতের খুনিরা ধরা না পড়ায় দেশে ধারাবাহিকভাবে লেখক, ব্লগার, প্রকাশক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। ভিন্ন ধর্মের, এমনকি নিজ ধর্মের ভিন্নমতাবলম্বীদেরও হত্যা করা হচ্ছে। একটি সংঘবদ্ধ গোষ্ঠিই এসব হত্যাকাণ্ড ঘটিয়ে চলছে।

এই উগ্রবাদী গোষ্ঠির বিরুদ্ধে সরকারে নমনীয় অবস্থানের সমালোচনা করেন বক্তারা।

বক্তারা অভিজিৎ রায়সহ সব লেখক ব্লগার ও প্রকাশক হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। একই সঙ্গে জঙ্গিবাদ নির্মূলের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
এনইউ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।